insta logo
Loading ...
×

গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু

গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু

নিজস্ব সংবাদাতা, মানবাজার: শ্বশুর বাড়িতে অস্বাভাবিক ভাবে মৃত্যু হলো এক গৃহবধূর। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটে মানবাজার থানার চিরুভিটা গ্রামে। পুলিশ সূত্রে জানা যায় চিরুভিটা গ্রামের বাসিন্দা পূর্ণিমা হেমব্রমকে(২৪) অচৈতন্য অবস্থায় মানবাজার হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক পূর্ণিমাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতার পরিবার সূত্রে জানা যায় ২০১৭ সালে হিড়বাঁধ থানার বেলকানালি গ্রামের বাসিন্দা পূর্ণিমার সাথে বিয়ে হয় চিরুভিটা গ্রামের বাসিন্দা সতপতি হেমব্রমের। তাদের ২ টি কন্যাসন্তান রয়েছে।শ্বশুরবাড়ির লোকজনের দাবি গলায় দড়ি নিয়ে আত্মহত্যা করেছে পূর্ণিমা। মৃত্যুর কারণ জানতে দেহটি ময়নাতদন্তে পাঠায় মানবাজার থানার পুলিশ।

Post Comment