নিজস্ব প্রতিনিধি, বান্দোয়ান :এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো পুরুলিয়ার বান্দোয়ানে। যুবকের নিজেরই বাড়ি থেকে উদ্ধার হয় তার দেহ। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত যুবকের নাম আশীষ রুহীদাস (২৬)। বাড়ি পুরুলিয়ার বান্দোয়ান ব্লক সদরে। বুধবার মধ্যরাতে ওই যুবক বাড়িতে ঝামেলা করে। তারপরেই নিজের বাড়ির মধ্যে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। তৎক্ষণাৎ ওই যুবককে উদ্ধার করে বান্দোয়ান গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান পরিবারের সদস্যরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে বান্দোয়ান থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Post Comment