insta logo
Loading ...
×

সাঁওতালডিহিতে যুবকের অস্বাভাবিক মৃ*ত্যু

সাঁওতালডিহিতে যুবকের অস্বাভাবিক মৃ*ত্যু

নিজস্ব প্রতিনিধি, সাঁওতালডিহি:

সরকারি অনুমোদিত মদ দোকানের সামনে অস্বাভাবিক মৃত্যু হল এক যুবকের। শনিবার রাতে সাঁওতালডিহি থানার বগড়া এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সুরেশ বাউরি (৩৫)। তার বাড়ি সাঁওতালডিহি থানার বগড়া গ্রামেই।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার গ্রামের অদূরে থাকা মদ দোকানে রাত পর্যন্ত ছিলেন ওই যুবক। পরে দোকান বন্ধ করে কর্মচারীরা সেখান থেকে চলে যায়। তবে গ্রামবাসীদের দাবি অতিরিক্ত মদ্যপান করার ফলে ওই যুবক আর বাড়ি ফিরে আসতে পারেননি। এই অবস্থায় কনকনে ঠান্ডায় খোলা আকাশের নিচে সারা রাত পড়ে থাকায় মৃত্যুর কোলে ঢলে পড়েন ওই যুবক। তার‌পরেই ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। পুলিশকে দেহটি তুলতে বাধা দেন গ্রামবাসীরা। দাবি জানাতে থাকেন ওই মদ দোকান বন্ধের।পরে দেহটি উদ্ধার করে পাড়া গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহটি ময়নাতদন্তের জন্য দেবেন মাহাত গভর্মেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায় পাড়া থানার পুলিশ।

Post Comment