নিজস্ব প্রতিনিধি, ঝালদা:
জঙ্গল থেকে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। ঝালদা থানা সূত্রে জানা গেছে মৃত যুবকের বয়স আনুমানিক ২৫ বছর। বৃহস্পতিবার সন্ধ্যায় মাড়ু – মসিনা অঞ্চলের একটি পলাশ জঙ্গলে ওই যুবকের দেহটি ঝুলতে দেখেন এলাকার মানুষজন। সঙ্গে সঙ্গে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনার খবর পেয়ে দেহটি উদ্ধার করে ঝালদা থানার পুলিশ। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। তবে মৃতের পরিচয় জানা যায়নি। পরিচয় জানতে মৃত যুবকের ছবি সহ বর্ণনা বিভিন্ন জেলা সহ পার্শ্ববর্তী ঝাড়খণ্ড রাজ্যের বিভিন্ন থানা এলাকায় পাঠানো হয়েছে।











Post Comment