insta logo
Loading ...
×

কুমারী নদী থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয় মহিলার দেহ , চাঞ্চল্য পুরুলিয়ায়!

কুমারী নদী থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয় মহিলার দেহ , চাঞ্চল্য পুরুলিয়ায়!

নিজস্ব প্রতিনিধি, মানবাজার : অজ্ঞাত পরিচয় এক মহিলার মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো পুরুলিয়ার মানবাজারে। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মানবাজার থানার দলদেড়িয়া গ্রামের কুমারী নদীতে। পুলিশ সুত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া মহিলার বয়স আনুমানিক ৪৫ বছর। দেহে পচন ধরেছে দেখে পুলিশের প্রাথমিক অনুমান বেশ কয়েকদিন আগে মৃত্যু হয়ে থাকতে পারে অজ্ঞাত পরিচয় ওই মহিলার। ইতিমধ্যেই এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে মানবাজার থানার পুলিশ। প্রসঙ্গত বৃহস্পতিবার সন্ধ্যায় এলাকার মানুষেরা নদীর মধ্যে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছান মানবাজার থানার ওসি পঙ্কজ সিং ও তার বিশাল পুলিশ বাহিনী। এরপর সেখানে পৌঁছান মানবাজার সার্কেল ইন্সপেক্টর সিদ্ধার্থ ঘোষ, মানবাজার মহকুমা পুলিশ আধিকারিক বরুণ বৈদ্য। মৃত্যুর আসল কারণ জানতে শুক্রবার দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলে পুলিশ সূত্রে খবর। ঘটনার তদন্ত শুরু করেছে মানবাজার থানার পুলিশ। ‌

Post Comment