নিজস্ব প্রতিনিধি, বরাবাজার: নদীর বালি খুঁড়ে অজ্ঞাত পরিচয় এক তরুণীর মৃতদেহ উদ্ধার হলো বরাবাজারে। বুধবার সাতসকালে এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। বরাবাজার থানার পুলিশ জানিয়েছে, বানজোড়া অঞ্চলের
টসরবাঁকি নদী ঘাট এলাকায় ওই মৃতদেহ উদ্ধার হয়। তবে ওই তরুণীর মৃত্যুর কারণ কি তা নিয়ে ধন্দে পুলিশ।
এদিন সকালে ফতেপুর এবং টসরবাঁকি-র মাঝে কজওয়ের মধ্যে রক্ত পড়ে থাকতে দেখেন এলাকার মানুষজন। সন্দেহ হওয়ায় সেই রক্তের দাগ বরাবর হেঁটে যাওয়ার পরেই খানিকটা দূরে কুমারী নদীর পাড়ে তারা বালির চূড় লক্ষ্য করেন। পরে ঘটনার খবর দেওয়া হয় বরাবাজার থানার পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কোদাল দিয়ে বালি সরিয়ে মৃতদেহটি উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া তরুণীর বয়স আনুমানিক ২২ বছর। তার পরনে জিন্স এবং কুর্তি ছিল। গলায় ছিল একটি ওড়না। এদিন দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। মৃতের পরিচয় জানতে রাজ্যের বিভিন্ন জেলা ছাড়াও ঝাড়খণ্ডের সমস্ত থানায় মৃতদেহের ছবি পাঠানো হবে বলে পুলিশ জানিয়েছে।
দেখুন ভিডিও
For More Information:
Visit our Website: http://www.puruliamirror.com
Link us on Facebook: https://www.facebook.com/puruliamirror
Follow us on X: https://x.com/PuruliaMirror
Follow us Instagram: https://www.instagram.com/purulia_mirror
Follow us on Youtube: https://www.youtube.com/@PuruliaMirror
Post Comment