নিজস্ব প্রতিনিধি, কাশিপুর:
লোহার রড নিয়ে জেঠুর উপর হামলার অভিযোগে ভাইপোকে গ্রেফতার করলো পুলিশ। পারিবারিক ঝামেলার
জেরে পুরুলিয়ার কাশিপুর থানার এই ঘটনায় ধৃতের নাম কার্তিক মন্ডল। তার বাড়ি কাশিপুর থানার কুস্টতোড় গ্রামে। বৃহস্পতিবার ধৃতকে রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হলে তার ১৪ দিনের জেল হেফাজত হয়।
গত ২৭শে জানুয়ারি বিকালে সন্তোষ মণ্ডলের মায়ের সাথে তার জেঠিমার পারিবারিক বিবাদকে কেন্দ্র করে ঝামেলা চলে। সেই সময় বাড়ি ফিরছিলেন তার বাবা সুবোধ মন্ডল। সুবোধ বাবুকে তার ভাই অবোধ মন্ডল এবং ভাইপো কার্তিক মন্ডল পিছন থেকে লোহার রড ও লাঠি নিয়ে হামলা করে বলে অভিযোগ। ওই হামলায়
সুবোধ বাবু রাস্তার মধ্যেই লুটিয়ে পড়েন। সেখান থেকে তাকে উদ্ধার করে বাঁকুড়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসার পর তাকে পাঠানো হয় বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সুবোধবাবুর ডান চোখে দু’জায়গায় পাঁচটি সেলাই পড়েছে। এছাড়া ঘাড়ের কাছে ও একটি হাড় ভেঙে গিয়েছে। রক্ত জমাট বেঁধে আছে মাথায়। এই ঘটনায় তার ছেলে সন্তোষ মন্ডল থানায় অভিযোগ করেন। সেই অভিযোগের প্রেক্ষিতে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।










Post Comment