নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
ভাইপো বিভীষণকে তলোয়ারের কোপ মেরে ধৃত জেঠু মাগারাম।
খুনের চেষ্টার অভিযোগ জেঠুর বিরুদ্ধে। তাকে গ্রেফতার করেছে পুরুলিয়ার টামনা থানার পুলিশ। ধৃতের নাম মাগারাম মুদি। বাড়ি এই থানার ডিগসিলি গ্রামে। রবিবার বিকেলে জেঠু মাগারামের সঙ্গে তার ভাইপো বিভীষণ মুদির পারিবারিক বিবাদ সৃষ্টি হয়। অভিযোগ, হঠাৎ একটি ধারালো তলোয়ার নিয়ে বিভীষণের মাথায় কোপ মারে তার জেঠু। ওই আঘাতে ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে বিভীষণ। স্থানীয় মানুষজনের সহযোগিতায় দশরথ মুদি নিজের ছেলেকে উদ্ধার করে প্রথমে চাকলতোড় গ্রামীন স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে উন্নত চিকিৎসার জন্য পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার প্রেক্ষিতে দশরথ মুদি মাগারাম মুদির বিরুদ্ধে টামনা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। সোমবার ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
Post Comment