insta logo
Loading ...
×

মিলছে না সমাধান সূত্র, ইস্তফার সিদ্ধান্তে অনড় বিদ্রোহী তৃণমূলিরা

মিলছে না সমাধান সূত্র, ইস্তফার সিদ্ধান্তে অনড় বিদ্রোহী তৃণমূলিরা

নিজস্ব প্রতিনিধি, বলরামপুর : মিলছে না সমাধানসূত্র। বলরামপুর পঞ্চায়েত সমিতির ১২ তৃণমূল সদস্য নিজেদের ইস্তফার সিদ্ধান্তেই অনড়। পুজোর মুখে স্বয়ং পঞ্চায়েত সমিতির সভাপতিকে দুর্নীতিতে অভিযুক্ত করে ইস্তফা পত্র পেশ করেন তাঁরা।
কোন্দল মেটাতে দলীয় উদ্যোগ ব্যর্থ। ব্যর্থ প্রশাসনিক দৌত্যও। সোমবার পুরুলিয়া জেলা প্রশাসনিক ভবনে বলরামপুর পঞ্চায়েত সমিতির জটিলতার বিষয়টি দেখভাল করার দায়িত্বপ্রাপ্ত ডেপুটি ম্যাজিস্ট্রেট ছাড়াও পুরুলিয়ার মহকুমাশাসক (সদর)
উৎপলকুমার ঘোষ বিদ্রোহী তৃণমূলি পঞ্চায়েত সমিতির সদস্যদের ডেকে পাঠান। এর আগে শনিবার বলরামপুর ব্লক তৃণমূল নেতৃত্ব সমিতির ওই সদস্যদের সঙ্গে বৈঠক করে সমস্যার সমাধানের পথ বার করার চেষ্টা চালান। বৈঠক ব্যর্থ হয়। পুরুলিয়ার মহকুমাশাসক (সদর)
উৎপলকুমার ঘোষ বলেন, “বলরামপুর পঞ্চায়েত সমিতির যে সদস্যরা আমার কাছে চিঠি দিয়ে গিয়েছিলেন তাদেরকে আমি ডেকে পাঠিয়েছিলাম। তাদের কথা শুনেছি। বিধি মোতাবেক ব্যবস্থা হবে। ” তবে পুরুলিয়া জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নিয়ম মেনে ইস্তফাপত্র দেওয়া হয়নি। ফলে তা কার্যকর হবে না।

Post Comment