insta logo
Loading ...
×

বিজেপির প্রাক্তন জেলা সভাপতির বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় কুরুচিপূর্ণ মন্তব্য, উত্তাল রাজনৈতিক মহল

বিজেপির প্রাক্তন জেলা সভাপতির বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় কুরুচিপূর্ণ মন্তব্য, উত্তাল রাজনৈতিক মহল

নিজস্ব প্রতিনিধি, ঝালদা:

সোশ্যাল মিডিয়ায় বিজেপির প্রাক্তন জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তীকে নিয়ে কুরুচিকর ও অপমানজনক মন্তব্যের প্রতিবাদে রাজনৈতিক মহলে বিতর্ক তীব্র হল। জয়পুর থানায় লিখিত অভিযোগ জমা দিলেন বিজেপি দলের জয়পুর তিন নম্বর মন্ডল সভাপতি রাধাবল্লভ কুমার।

অভিযোগ, মনোজ মাহাত নামে একজন ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় বিদ্যাসাগর চক্রবর্তীর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেন, যা দলীয় নেতৃত্বের সম্মানহানিকর এবং রাজনৈতিক সৌজন্যের পরিপন্থী। মন্ডল সভাপতি রাধাবল্লভ কুমার জানিয়েছেন, অভিযুক্তের বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ রয়েছে। তাই প্রশাসন যদি দ্রুত ও কঠোর ব্যবস্থা না নেয়, তবে বিজেপি সংগঠন বৃহত্তর আন্দোলনের পথে এগোতে বাধ্য হবে।

অভিযোগ জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা সভাপতি শঙ্কর মাহাত, প্রাক্তন সহ-সভাপতি রবিন সিং দেও, রাজ্য কমিটির সদস্য শ্রীপতি মাহাত, প্রসেনজিৎ কুমার, রামকৃষ্ণ মাহাতো, এবং জয়পুর বিধানসভার অন্যান্য দুই মন্ডলের সভাপতি বাঘম্বর কুমার ও হরিপাদ মাহাতো সহ বিজেপির অন্যান্য নেতৃত্ব।

রাধাবল্লভ কুমার বলেন,”আমাদের প্রাক্তন জেলা সভাপতির মর্যাদায় যে ভাবে আক্রমণ করা হয়েছে, তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। দোষীর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া জরুরি। এর আগেও ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ রয়েছে। প্রশাসন যদি যথাযথ ব্যবস্থা না নেয়, দল হিসেবে আমরা প্রয়োজন হলে বৃহত্তর পথে নামব।”

Post Comment