insta logo
Loading ...
×

বাড়িতে এলো দুই যুবকের নিথর দেহ

বাড়িতে এলো দুই যুবকের নিথর দেহ

বিশ্বজিৎ সিং সর্দার, আড়শা :

গ্রামে এসে পৌঁছাল দুই তরতাজা যুবকের নিথর দেহ। শোকস্তব্ধ আড়শা থানার লছমনপুর গ্রাম। ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তাদের। মৃত যুবকদের নাম তপন মাহাতো (২৬), এবং কার্তিক মাহাতো(২৩)। দুজনেরই বাড়ি আড়শা থানার লছমনপুর গ্রামে।
দুর্ঘটনাটি ঘটেছিল আড়শা থানার অন্তর্গত সেনাবনা- লছমনপুর মোড়ের কাছে জোড় সংলগ্ন এলাকায়।
পুলিশ সূত্রে ঘটনার বিবরণে জানা যায় রবিবার রাত্রিবেলা ওই দুই যুবক বাড়ি ফিরে না আসায় বাড়ির লোকজনেরা লছমনপুর এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন। বাড়ির লোক তাদের খুঁজে না পাওয়ায় পরবর্তী সময়ে পুলিশকে বিষয়টি জানানো হলে, ওই দুই যুবকের খোঁজ শুরু করে আড়শা থানার পুলিশ।
পরে রাত্রি ১টার সময় লছমনপুর মোড়ের পাশে রাস্তার ধারে একটি গর্তে অচৈতন্য অবস্থায় তাদের দেখতে পাওয়া যায়। সেখান থেকে তড়িঘড়ি তাদের উদ্ধার করে পুলিশ নিয়ে আসে সিরকাবাদ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। সেখানে কর্মরত চিকিৎসকেরা ওই দুই যুবককে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশের অনুমান গত রাত্রে রাস্তার পাশে থাকা একটি সাইনবোর্ডে তাঁদের মোটরসাইকেল ধাক্কা মারার ফলেই ঘটনাটি ঘটে থাকতে পারে। আজ সোমবার ওই দুই যুবকের দেহ পুরুলিয়া দেবেন মাহাতো মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। সোমবার সন্ধ্যায় ময়নাতদন্তের পর নিহায় ওই দুই যুবকদের দেহ গ্রামে পৌঁছাতেই কান্নায় ফেটে পড়েন পরিবার – পরিজনেরা।

Post Comment