নিজস্ব প্রতিনিধি,বলরামপুর :
হরিনাম সংকীর্তন শুনতে যাওয়ার পথে প্রতিবেশীদের হামলায় জখম হলেন দুই যুবক। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে বলরামপুর থানার রাঙ্গাডি গ্রামে। আহত যুবকদের নাম সঞ্জয় গঁরাই ও বিভীষণ গঁরাই। এই ঘটনায় জখম সঞ্জয়ের লিখিত অভিযোগের ভিত্তিতে তিন জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে বলরামপুর থানার পুলিশ। অভিযোগ শুক্রবার রাতে গ্রামে হরিনাম সংকীর্তন চলছিল। যাওয়ার পথে গ্রামের তিনজন তাদের ধরে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে। প্রথমে তাদের বাঁশগড় গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়।










Post Comment