বিশ্বজিৎ সিং সর্দার , পুরুলিয়া
ছ’বছর আগের খুনের মামলায় দুই যুবককে যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দিলো পুরুলিয়া আদালত। পুরুলিয়া জেলা আদালতের থার্ড কোর্টের বিচারক সৌমেন সরকার এই রায় দেন। দুই সাজাপ্রাপ্তর নাম শেখ নিয়ামত ও শেখ হাসিবুল। তাদের বাড়ি পুরুলিয়া মফস্বল থানার হুটমুড়া গ্রামে। ২০১৮ সালের ৬-ই মার্চ, পুরুলিয়া মফস্বল থানার দেউলি গ্রামে একটি মেলা চলার সময় ছুরি দিয়ে হামলা চালায় শেখ নিয়ামত ও শেখ হাসিবুল। এই ঘটনায় ঈশ্বর মাহাতো ও কানাই মাহাতোর মৃত্যু হয়। গুরুতর আহত হয় পানবালা মাহাতো ও রিয়া মাহাতো।
Post Comment