insta logo
Loading ...
×

পুজোর মুখে পুরুলিয়ায় দুই মহকুমাশাসকের বদলি

পুজোর মুখে পুরুলিয়ায় দুই মহকুমাশাসকের বদলি

নিজস্ব প্রতিনিধি পুরুলিয়া

রাজ্য জুড়ে বড়সড় পরিবর্তন হল প্রশাসনিক মহলে। পুরুলিয়ার রঘুনাথপুর এবং মানবাজার দুই মহকুমা শাসকের হুগলির অতিরিক্ত জেলাশাসক হিসাবে পদোন্নতি হয়েছে। তামিল অভিয়া এস মহকুমাশাসক ছিলেন রঘুনাথপুরের। বদলি হয়ে যাচ্ছেন হুগলির অতিরিক্ত জেলাশাসক হিসাবে। অন্যদিকে মানবাজারের মহকুমাশাসক অনুজপ্রতাপ সিং তিনিও হুগলির অতিরিক্ত জেলাশাসক হিসেবে দায়িত্ব নিতে চলেছেন। এরই সঙ্গে স্কুল শিক্ষা দপ্তরের বিশেষ দায়িত্বে থাকা আইএএস আধিকারিক মোঃ মানজার হোসেন আনজুম বদলি হয়ে আসছেন মানবাজারের মহকুমাশাসক হিসেবে। বিবেক পঙ্কজ যিনি ছিলেন খাদ্য সরবরাহ দপ্তরের বিশেষ আধিকারিক তিনি দায়িত্ব নিচ্ছেন রঘুনাথপুর মহকুমা শাসকের।

Post Comment