insta logo
Loading ...
×

বাস ও টোটোর মুখোমুখি ধাক্কা, গুরুতর আহত দুই

বাস ও টোটোর মুখোমুখি ধাক্কা, গুরুতর আহত দুই

নিজস্ব প্রতিনিধি , ঝালদা :

ভয়ানক দুর্ঘটনার সাক্ষী থাকলো পুরুলিয়া ঝালদা-রোড। যাত্রীবাহী বাস ও টোটোর মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত দু-জন।‌ ঘটনাটি ঘটেছে ঝালদা থানার ঝালদা- পুরুলিয়া রোডের বাগানডি বস্তিতে। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, কোটশিলা থানার বেলাডি গ্রামের টোটো চালক প্রভুদাস কুমার ও তার বন্ধু মঈন আনসারী টোটোতে করে ঝালদা যাচ্ছিল। ‌ঠিক সেই সময় ঝালদার দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় ওই টোটোর। টোটো চালক ও তার বন্ধু গুরুতর আহত হয়। তড়িঘড়ি খবর দেওয়া হয় ঝালদা থানায়। ঘটনাস্থলে পৌঁছায় ঝালদা থানার পুলিশ। আহতদের উদ্ধার করে ঝালদা ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে আঘাত গুরুতর থাকায় দুই জনকেই উন্নত চিকিৎসার জন্য পুরুলিয়া দেবেন মাহাতো মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন। আহত মঈন আনসারীর বাবা আখতার আনসারী সুচিকিৎসার সাথে সাথে ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। ঘাতক গাড়িটি আটক করেছে ঝালদা থানার পুলিশ।

Post Comment