insta logo
Loading ...
×

জয়চন্ডি পাহাড়ে বেড়াতে গিয়ে নিখোঁজ! তৎপর পুরুলিয়া সদর থানার পুলিশ, উদ্ধার দুই স্কুলপড়ুয়া

জয়চন্ডি পাহাড়ে বেড়াতে গিয়ে নিখোঁজ! তৎপর পুরুলিয়া সদর থানার পুলিশ, উদ্ধার দুই স্কুলপড়ুয়া

নিজস্ব প্রতিনিধি,পুরুলিয়া:

নিখোঁজ হওয়ার নাটকীয় ঘটনার পর অবশেষে উদ্ধার সপ্তম শ্রেণির দুই স্কুলপড়ুয়া। বুধবার সকালে নিয়ম মতো স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়েছিল তারা। কিন্তু রাত পেরিয়ে গেলেও বাড়ি না ফেরায় উদ্বেগ ছড়ায় পরিবারে। দু’টি পৃথক নিখোঁজ ডায়েরি দায়ের করেন দুই পড়ুয়ার অভিভাবক। শুরু হয় দফায় দফায় পুলিশের অনুসন্ধান।

তদন্তে নেমে পুরুলিয়া সদর থানার পুলিশ জানতে পারে, দুই পড়ুয়াই শহর থেকে বেরিয়ে রঘুনাথপুরের জয়চন্ডি পাহাড়ে বেড়াতে গিয়েছিল। কোনোরকম অভিভাবক ছাড়াই বিপজ্জনক এলাকায় যাওয়ায় আরও বাড়ে চিন্তা। দ্রুত তল্লাশি চালিয়ে বৃহস্পতিবার সকালে পুরুলিয়া শহরেই দুই নাবালককে উদ্ধার করে পুলিশ। এরপর নিয়ম মেনে তাদের শিশু কল্যাণ কমিটির হাতে তুলে দেওয়া হয়।

Post Comment