insta logo
Loading ...
×

ট্রাক্টর চুরির ঘটনায় কাশীপুরে আরও দুজন গ্রেফতার

ট্রাক্টর চুরির ঘটনায় কাশীপুরে আরও দুজন গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, কাশিপুর: ট্রাক্টর চুরির ঘটনায় কাশীপুরে আরও ২ জন গ্রেফতার। পুলিশ জানিয়েছে ধৃতদের নাম জাহাঙ্গীর আনসারি ও নুর ইসলাম মন্ডল। তাদের বাড়ি যথাক্রমে কাশিপুর থানার কুলডি এবং বাঁকুড়ার ওন্দা থানার পুনিশোল গ্রামে। সোমবার ধৃতদের রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হলে তাদের ৫ দিনের জেল হেফাজত হয়।

গত ১৫ অক্টোবর কাশিপুর থানায় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতিদের বিরুদ্ধে একটি চুরির লিখিত অভিযোগ দায়ের করেন কাশিপুরের বাসিন্দা নিতাই আচার্য্য। নিতাই বাবু পুলিশকে জানিয়েছিলেন, তিনি একটি ইট ভাটায় কাজ করেন। অভিযোগ গত ৯ অক্টোবর ওই ভাটায় একটি ট্রাক্টর রাখা ছিল। ওইদিন তিনি সন্ধ্যায় ভাটার ঘরে তালা বন্ধ করে বাড়ি ফেরেন। কিন্তু পরের দিন সেখানে গিয়ে ওই ব্যক্তি দেখেন ঘরের তালা ভাঙা অবস্থায় রয়েছে। শুধু তাই নয় ওই ঘরের মধ্যে থাকা দুটি ব্যাটারি এমনকি সেখানে থাকা ওই ট্রাক্টরটিকেও চুরি করে নিয়ে পালিয়েছে। এই ঘটনায় লিখিত অভিযোগ পাওয়ার পরেই অজ্ঞাত পরিচয় দুঃস্কৃতীদের বিরুদ্ধে একটি চুরির মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে নেমে বেশ কিছু সূত্র উঠে আসে।

পুলিশ গত শুক্রবার রাতে কাশিপুর থানার কুলডিহি গ্রামের বাসিন্দা তাজউদ্দিন আনসারি ও মুসলিম আনসারিকে গ্রেফতার করে। শনিবার ধৃতদের রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হলে তাদের ৫ দিনের পুলিশ হেফাজত হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ চালিয়ে রাজেশের নাম উঠে আসে। এরপর তদন্তকারীরা ওই ঘটনায় জাহাঙ্গীর ও নুর ইসলামের যুক্ত থাকার প্রমাণ পায়। পুলিশ জানিয়েছে এই ঘটনায় এখনও পর্যন্ত মোট ৫ জন গ্রেফতার হয়। তাদের সকলকে একসাথে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু তথ্য জানতে পারে পুলিশ।
তারা বেশ কিছুদিন ধরেই রেইকি করেছিল। তারপরেই সুযোগ বুঝে ট্রাক্টরটিকে ইট ভাটা থেকে চালিয়ে নিয়ে যায়। পুলিশ জানিয়েছে, চুরির পর হাত বদল হয়ে ভিন জেলায় ওই ট্রাক্টরটিকে বিক্রি করা হয়েছে। ট্রাক্টরের খোঁজে তল্লাশি চললেও তা উদ্ধার করা যায়নি।

Post Comment