নিজস্ব প্রতিনিধি, মানবাজার: ফের মানবাজার-পুরুলিয়া রাজ্য সড়কে জিতুজুড়ি এলাকায় পৃথক দুটি পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন ২ যুবক। বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ দুর্ঘটনাগুলি ঘটে জিতুজুড়ি শ্যামপুর গ্রামে ও জিতুজুড়ি ক্রেশার মেশিনের সামনে। দুর্ঘটনায় মানবাজার শহরের বাসিন্দা শীতল চন্দ ও জিতুজুড়ির কাদলাগোড়ার বাসিন্দা জয়ন্ত মূর্মু গুরুতর আহত হন। মানবাজার থানার পুলিশ জখমদের উদ্ধার করে মানবাজার হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক ২ জনকেই প্রাথমিক চিকিৎসার পর উন্নতর চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তরিত করে।











Post Comment