insta logo
Loading ...
×

বাইকের মুখোমুখি ধাক্কা জখম দুই

বাইকের মুখোমুখি ধাক্কা জখম দুই

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া : বাইকের মুখোমুখি ধাক্কায় জখম হলেন দুইজন। দুজনেই দুই বাইকের চালক।শুক্রবার দুর্ঘটনাটি ঘটেছে পুরুলিয়া মফস্বল থানার জাবারগোড়া মোড়ের কাছে। হুলকা গ্রামের ভাস্কর মন্ডল ও চয়নপুর গ্রামের অজিত মাহাতো জখম হয়েছেন দুর্ঘটনার জেরে। তাদের পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করে পুলিশ।

Post Comment