নিজস্ব প্রতিনিধি, আড়শা :
দুর্ঘটনায় গুরুতর জখম হলো এক তরুণ। বছর আঠারোর আহত তরুণের নাম তরণী বাউরি। তার বাড়ি আড়শা থানার উপর জামবাইদ গ্রামে। দুর্ঘটনার জেরে মারাত্মক আহত হয়েছেন এক বৃদ্ধও। ৭০ বছরের আহতের নাম সীতারাম মাহাতো। পুলিশ সূত্রে জানা গেছে শুক্রবার সকালে আড়শা থানার আহাড়রা মোড়ের কাছে পিছন দিক থেকে সাইকেল আরোহী সীতারাম বাবুকে ধাক্কা মারে বাইক আরোহী তরণী বাউরি। গুরুতর জখম বৃদ্ধ ও তরুণকে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Post Comment