নিজস্ব প্রতিনিধি, মানবাজার :
আলাদা আলাদা দুটি ঘটনায় নিজেদের বাড়ি থেকে উদ্ধার হল দুজনের ঝুলন্ত দেহ। সোমবার সকালে পুরুলিয়ার মানবাজার এবং কোটশিলা থানা এলাকায় ঘটনা দুটি ঘটেছে। মৃতদের নাম অসীম মুন্ডা(২৬) ও গনেশ চন্দ্র (৫৫)। দুজনে যথাক্রমে মানবাজার থানার রাঙাটাড় গ্রামেই ও কোটশিলা থানার সিমনী গ্রামের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে সোমবার সকালে অসীম মণ্ডলকে তার বাড়িতে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখেন পরিবারের লোকজন। তাকে উদ্ধার করে মানবাজার গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকের আর কিছু করার ছিল না। গনেশ চন্দ্রকেও কোটশিলা গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
Post Comment