insta logo
Loading ...
×

রহস্যজনক ভাবে নিখোঁজ দুই বন্ধু

রহস্যজনক ভাবে নিখোঁজ দুই বন্ধু

দেবীলাল মাহাত, আড়শা:

বাড়ি থেকে রহস্যজনক ভাবে নিখোঁজ হল দুই কিশোর। ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে পুরুলিয়ার আড়শা থানার কুদাগাড়া গ্রামে। জানা গিয়েছে সোমবার রাতে বাড়িতেই শুয়েছিল সমীর কুমার(১৬) ও তার বন্ধু তরুন মাঝি(১৭)। কিন্তু গভীর রাতে রহস্যজনক ভাবে দুজনেই নিখোঁজ হয়ে যায়। মঙ্গলবার সকালে তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের লোকেরা। কিন্তু তাদের খোঁজ পাওয়া যায়নি। এরপরেই পুলিশে অভিযোগ দায়ের করেন সমীরের বাবা পরিতোষ কুমার। তিনি বলেন, “আমার ছেলে সমীর ও তার বন্ধু তরুণ মাঝি আমার বাড়িতেই শুয়েছিল। গভীর রাতে তারা বাড়ি থেকে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে যায়। ” তিনি সন্দেহ করেছেন অসৎ উদ্দেশ্য নিয়ে কেউ বা কারা তাদের আটকে রাখতে পারে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে আড়শা থানার পুলিশ।

Post Comment