insta logo
Loading ...
×

ব্রেকিং : আলোর মালায় শোকের আঁধার, আতশবাজি প্রদর্শনী কাড়ল প্রাণ

ব্রেকিং : আলোর মালায় শোকের আঁধার, আতশবাজি প্রদর্শনী কাড়ল প্রাণ

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

ঐতিহ্যবাহী আতশবাজির প্রদর্শনী দেখার সময় ঘটল ভয়াবহ দুর্ঘটনা।আলোর মালা ঢেকে দিল শোকের আঁধার। ছাদের কার্নিশ ভেঙে জখম প্রায় ১৬ জন৷ মৃত্যু হয়েছে দুজনের।

পুরুলিয়া শহরের জেলিয়াপাড়া ধীবর সমিতির দুর্গাপূজার ঐতিহ্যবাহী আতশবাজি প্রদর্শনী ছিল আজ। সেই প্রদর্শনী দেখতে গিয়ে ঘটল মর্মান্তিক দুর্ঘটনা।

একটি বাড়ির ছাদের কার্নিশ ভেঙে ঘটল দুর্ঘটনা। তড়িঘড়ি জাখমদের উদ্ধার করে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেল পুলিশ।

আহতদের মধ্যে দুজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মৃতদের মধ্যে একজন মহিলা ও একজন পুরুষ।

দুর্ঘটনার জেরে মাঝপথে বন্ধ হয়ে গেল আতশবাজি প্রদর্শন।

ঘটনাস্থলে জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।

পৌঁছেছে দমকল বাহিনীও

গুরুতর জখম একজন অজ্ঞাত পরিচয় মহিলাকে উন্নত চিকিৎসার জন্য পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে অন্যত্র পাঠানো হল।

গার্ডরেল দিয়ে দুর্ঘটনাস্থলটিকে ঘিরে রেখেছে পুলিশ।

রাতেই ঘটনাস্থলে যান পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।

ঘটনাস্থলে পৌঁছান পুরুলিয়া জেলা তৃণমূলের বর্ষীয়ান নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতো। তিনি সেখানে গিয়েই কথা বলেন পুলিশ সুপার ও স্থানীয় মানুষজনের সঙ্গে।

গার্ডরেল দিয়ে দুর্ঘটনাস্থলটিকে ঘিরে রেখেছে পুলিশ।

মৃত ২ জনের নাম সোনালী ধীবর (৪২) ও মোহন ধীবর (৫১)। তাদের বাড়ি ঝাড়খণ্ডের বোকারো জেলার ঝরিয়াতে।

জখমদের সঙ্গে দেখা করতে দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে গেলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো, রাজ্যের প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতো, বাঘমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাতো সহ জেলা তৃণমূলের নেতা-কর্মীরা।

হাসপাতালে গিয়ে চিকিৎসাজনিত বিষয়ে খোঁজ নিলেন পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কল্যাণ সিনহা রায়, অতিরিক্ত পুলিশ সুপার (অভিযান) যোধাবর অভিনাশ ভীমরাও।

Post Comment