নিজস্ব প্রতিনিধি, কোটশিলা: দুর্গা ষষ্ঠীর বিকেলে বজ্রপাতে মৃত্যু হল দুজনের। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার কোটশিলা থানার তাহেরবেড়া গ্রামে। মৃতদের নাম সনাতন মাঝি (২৬) এবং গঙ্গা নারায়ণ সিং (১৫)। জখম হয়েছে আরো দুজন। কোটশিলা গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র থেকে প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়। এদিন তাহেরবেড়া গ্রাম সংলগ্ন মাঠে বেশ কয়েকজন যুবক ও কিশোর ফুটবল খেলছিল। শেষ বিকেলে মেঘ ঘনালে বাড়ি ফেরার পথ ধরে তারা। আচমকা বাজ পড়লে চারজন গুরুতর জখম হয়। তাদের কোটশিলা গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসক দুজনকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে তাহেরবেড়া গ্রামে। উল্লেখ্য জাতীয় বিপর্যয় মোকাবিলা দপ্তর আজ বিকেলে পুরুলিয়ার বেশ কিছু জায়গায় বজ্রপাতের সতর্কবার্তা ফোনে বার্তার মাধ্যমে জানিয়েছিল।

Post Comment