নিজস্ব প্রতিনিধি, কোটশিলা : বাঁদনা পরব উপলক্ষে ঝালদা ২ নং ব্লকের নলকূপি গ্রামে নলকূপি হংসবাহিনী ক্লাবের সহযোগিতায় দুদিন ব্যাপী অনুষ্ঠান হলো। বাঁধনা পরবে কাড়াখুটার সাথে এই মেলাতে স্থান পেয়েছিল মানভূমের ঐতিহ্যবাহী ঝুমুর নাচ, পাতা নাচ প্রভৃতি। ঝুমুর ছাড়াও এলাকার সমস্ত ক্রিকেট ও ফুটবল টিমকে নিয়ে দুদিন ধরে নক আউট টুর্নামেন্টও হয়। দুদিনই দর্শক ছিল চোখে পড়ার মতো। এই অনুষ্ঠান কমিটির সদস্য নির্মল মাহাতো, অজিত মাহাতো, তারকনাথ মাহাতো,বিধান মাহাতো প্রমুখরা দায়িত্ব নিয়ে এই অনুষ্ঠান সম্পন্ন করেন।

Post Comment