insta logo
Loading ...

যম দ্বিতীয়া কালান্তক, কাড়ল প্রাণ

যম দ্বিতীয়া কালান্তক, কাড়ল প্রাণ

নিজস্ব প্রতিনিধি, হুড়া ও পাড়া : যম দ্বিতীয়ার কালান্তক তিথি কাড়ল প্রাণ। পুরুলিয়া জেলার দুটি এলাকায় সোমবার সন্ধ্যায় দুটি পৃথক দুর্ঘটনায় ঘটল প্রাণহানির ঘটনা। বেপরোয়া গতিতে চালানো লরির ধাক্কায় মৃত এক বাইক আরোহী। ঘটনাটি ঘটেছে পুরুলিয়া – বাঁকুড়া ৩৪ এ জাতীয় সড়কে হুড়া থানার লালপুর কলেজ মোড়ের অদূরে। মৃতের নাম তাপস কুমার মণ্ডল (৫৬)। তার বাড়ি হুড়া থানার গরার মোড়ে। ওই লরির ধাক্কাতেই দুর্ঘটনায় জখম হয়েছেন অন্য আরেক বাইক আরোহী সঞ্জীব মুর্মু। স্থানীয় সূত্রে জানা গেছে, পুরুলিয়া দিক থেকে লালপুর মোড়ের দিকে যাওয়ার সময় পেছন দিক থেকে আসা একটি লরি পর পর দুটি বাইককে ধাক্কা মারে। ঘাতক লরিটিকে আটক করেছে হুড়া থানার পুলিশ।
অন্যদিকে অজ্ঞাত পরিচয় একটি গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে এক যুবকের।মৃতের নাম পিন্টু সাউ (৩২)। তার বাড়ি উত্তর প্রদেশের ভাটান্ডি এলাকায়।সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে পুরুলিয়া – বরাকর রাজ্যে সড়কে পাড়া থানার ঝাঁপড়া মোড়ের অদূরে।ঘাতক গাড়ির খোঁজ শুরু করেছে পাড়া থানার পুলিশ। অনেক মানুষের মনে কুসংস্কার যে ভাইফোঁটার পরের দিন যম দ্বিতীয়া অত্যন্ত কালান্তক তিথি। এদিন এমন দুর্ঘটনা কুসংস্কারকে আরও বাতাস দেয়।

Post Comment