insta logo
Loading ...
×

লরির পেছনে ধাক্কা, রঘুনাথপুরে মৃত্যু দুই বাইক আরোহীর

লরির পেছনে ধাক্কা, রঘুনাথপুরে মৃত্যু দুই বাইক আরোহীর

দেবীলাল মাহাত, রঘুনাথপুর:

দাঁড়িয়ে থাকা এক লরির পিছনে সজোরে ধাক্কা
মোটরবাইকের । সেই দুর্ঘটনায় মৃত্যু হল দুই বাইক আরোহীর। বুধবার গভীর রাতে রঘুনাথপুর থানার অন্তর্গত পুরুলিয়া-বরাকর রাজ্য সড়কের উপর রাঙামাটি মোড়ের অদূরে এই
দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসেন রঘুনাথপুর থানার পুলিশ। দুই বাইক আরোহীকে উদ্ধার করে নিয়ে যান রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন। আর একজনের চোট গুরুতর থাকায় জখমকে ভর্তি করে চিকিৎসা শুরু করেন চিকিৎসকরা। কিন্তু চোট গুরুতর থাকায় কয়েক ঘন্টার পরেই ওই যুবকও মারা যান। পুলিশ জানিয়েছে, মৃত দুই যুবকের নাম নির্মল তন্তুবায়(২০) ও বাপি তন্তুবায়(৩০)। তাদের বাড়ি পাড়া থানার চৌতলার ভাঙাবাঁধ এলাকায়। বৃহস্পতিবার মৃতদেরকে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে ময়নাতদন্তের জন্য পুরুলিয়া দেবেন মাহাত গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।

Post Comment