insta logo
Loading ...
×

হাত থাকতে মুখে? হাজতে দুই প্রতিবেশী

হাত থাকতে মুখে? হাজতে দুই প্রতিবেশী

নিজস্ব প্রতিনিধি, বরাবাজার :

কথায় আছে হাত থাকতে মুখে কেন? এই প্রবাদকে সত্য প্রমাণ করে দুই প্রতিবেশীর মধ্যে ধুন্ধুমার কাণ্ড। চলল হাতাহাতি। এরপর এক অপরের পরিবারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করে।‌ আর তার পরেই দু পক্ষের দু-জনকে গ্রেফতার করল পুরুলিয়ার বরাবাজার থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম নিমাই মাহাত ও পশুপতি মাহাত। দু-জনের বাড়ি বরাবাজার থানার দামড়াবেড়া গ্রামে। বৃহস্পতিবার ধৃতদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

Post Comment