insta logo
Loading ...
×

ঠেলার নাম বাবাজি, পিটিয়ে শ্রীঘর

ঠেলার নাম বাবাজি, পিটিয়ে শ্রীঘর

নিজস্ব প্রতিনিধি , মানবাজার: গালিগালাজের প্রতিবাদ করায় এক যুবককে পিটিয়ে শ্রীঘরে দুজন। মানবাজার থানার পুলিশ জানিয়েছে ধৃতরা হল মানবাজার থানার মধুপুর গ্রামের বাসিন্দা সাধন বাউরি ও সূর্য বাউরি। রবিবার তাদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক তাদের ৫ দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন। মারধরের ঘটনা গত শুক্রবার সন্ধ্যায়। এই থানার গোবিন্দনগর গ্রামের বাসিন্দা নিত্যানন্দ বাউরি এবং খুড়তুতো ভাই বিকাশ গ্রামের একটি আশ্রমের সামনে গল্প করছিল। কল থেকে পানীয় জল নিচ্ছিল গ্রামেরই দুটি মেয়ে। ঠিক সেই সময় পাশের গ্রাম মধুপুরের বাইক আরোহী তিন যুবক অকথ্য ভাষায় গালিগালাজ করতে করতে যাচ্ছিল। বিকাশ তার প্রতিবাদ করে। বাইক নিয়ে তারা চলেও যায়।তবে পরে দল ভারি করে ফিরে আসে। তিনের বদলে পাঁচ। তারা বলা নেই কওয়া নেই, বিকাশের উপর চড়াও হয়। উত্তমমধ্যম খেয়ে বিকাশ রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। তাকে মানবাজার গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। অবস্থা এতই গুরুতর যে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যেতে হয়েছে। পাঁচ অভিযুক্তের মধ্যে দুজনকে গ্রেপ্তার করল পুলিশ।

Post Comment