নিজস্ব প্রতিনিধি, বাঘমুন্ডি: দলছুট দাঁতালের মুখোমুখি পড়ে প্রাণে বাঁচলো একটি পরিবার। তবে ওই বুনো হাতিটি একটি গেট ভাঙচুর চালায়। সোমবার রাতে একটি দলছুট দাঁতাল বাঘমুন্ডির অযোধ্যা পাহাড়ের পিটিদিরি জঙ্গল থেকে শালডি হয় পুরনো বাঘমুন্ডি সড়ক বরাবর হেঁটে পাহাড়ের ওপর দিকে যেতে শুরু করে। সেই সময় একটি পাহাড়ি রাস্তায় হাতির
মুখোমুখি পড়েন অযোধ্যা পাহাড়ের বরুয়াজারা গ্রামের সরবেশ্বর হাঁসদা। উপস্থিত বুদ্ধি খাটিয়ে বাইক থামিয়ে বাচ্চাকে নিয়ে রাস্তার পাশে পাহাড়ি নদীর কাছে সস্ত্রীক লুকিয়ে পড়েন। পরে হাতিটি দুলকি চালে পাকা রাস্তা বরাবর হেঁটে চলে গেলে তারা রক্ষা পান। সেখান থেকে হাতিটি বামনি ফলসের কাছাকাছি পৌঁছাতেই উল্টো দিক থেকে একটি চার চাকার গাড়ি আসার ফলে হাতিটি ওই ফলসের সীমানা ঘেরা বিশাল গেট ভেঙে ঢুকে পড়ে। যদিও এদিন সন্ধ্যায় ওই হাতির গতিবিধির খবর পাওয়ার পরেই বাঘমুন্ডি রেঞ্জের বন কর্মীরা রেপিড রেসপন্স টিমকে নিয়ে হাতির পেছনেই ছিল। বন দফতর জানিয়েছে, বামনি ফলস থেকে হাতিটি অযোধ্যা আপার ডেম হয়ে বর্তমানে সেটি বাঘমুন্ডি রেঞ্জের পাকুড়পানির জঙ্গলে আশ্রয় নিয়েছে। কয়েক বছর আগেই অযোধ্যার সাইট সিয়িং বামনি ফলসে সীমানা দিয়ে টিকিট কাউন্টার তৈরি করেছিল বন দফতর।
দাঁতালের মুখোমুখি পড়ে অযোধ্যা পাহাড়ে শিশু কোলে প্রাণে বাঁচল দম্পতি
admin@puruliamirror.com
Add your Biographical Information. Edit your Profile now.
Post Comment