নিজস্ব প্রতিনিধি,বাঘমুন্ডি:
তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠার মাত্র এক বছরের মাথায় ফরওয়ার্ড ব্লকের বিরুদ্ধে শ্রমিক আন্দোলনের লড়াইকে কেন্দ্র করে খুন হয়েছিলেন আদিবাসী তৃণমূল যুব নেতা প্রধান সিং মুড়া। ১৯৯৮ সালের ৯ ডিসেম্বরের সেই ঘটনা আজও বাঘমুন্ডির মানুষ ভুলতে পারেননি। সেই শহিদের প্রতি শ্রদ্ধা জানাতে বাড়েরিয়াতে আয়োজিত হয় শহিদ দিবস। জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ হংসেশ্বর মাহাতো জানান, “১৯৯৮ সাল। তৃণমূল কংগ্রেস তখন সবে জন্ম নিয়েছে। পয়লা জানুয়ারি জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলটি প্রতিষ্ঠা করেছিলেন। বাম অপশাসনের বিরুদ্ধে মানুষের হয়ে লড়ছিলেন তিনি। সেই সময়ই অযোধ্যা পাহাড়ে জাপানি প্রযুক্তিতে তৈরি হচ্ছিল জলবিদ্যুৎ প্রকল্প। সেখানে সাধারণ শ্রমিকদের ন্যায্য মজুরির দাবিতে নেতৃত্ব দিচ্ছিলেন তরতাজা আদিবাসী যুবক প্রধান সিং মুড়া। তার নেতৃত্বেই শ্রমিকরা সংগঠিত হচ্ছিল। আর তাতেই বাধা হয়ে দাঁড়ায় দীর্ঘদিনের প্রভাবশালী ফরওয়ার্ড ব্লকের নেতাদের। টার্গেট করা হয় প্রধান সিংকে। প্রকাশ্যে খুন হতে হয় তাঁকে।” পুরুলিয়া জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ ছাড়াও ওই শহীদ দিবসে ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক
শান্তিরাম মাহাতো ও সুজয় বন্দ্যোপাধ্যায়, পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো, তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের জেলা সভাপতি উজ্জ্বল কুমার ও বাঘমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাতো প্রমুখ।
তৃণমূল কংগ্রেস জানিয়েছে, দলের প্রতিষ্ঠার পর প্রধান সিং মুড়া-ই প্রথম শহিদ। রাজ্য তৃণমূল ভবনের শহিদ তালিকায় প্রথম নামটি তাঁরই। তাই প্রতি বছর ৯ ডিসেম্বর যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় প্রধান সিং মুড়ার শহিদ দিবস।











Post Comment