নিজস্ব প্রতিনিধি, জয়পুর :
‘মায়ের আঁচল যেমন বিপদ আপদ থেকে আড়াল করে সন্তানকে, ঠিক তেমনই বাংলাকে বিপদের হাত থেকে রক্ষা করবে মায়েদের আঁচল।’ এই ভাবনাকে মাথায় রেখে জয়পুর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ছাব্বিশের নির্বাচনের আগে দলের মহিলাদের শক্তিবৃদ্ধি করতে আয়োজিত হয় ‘অঞ্চলে আঁচল’ কর্মসূচি। জয়পুর ব্লক তৃণমূল কার্যালয়ে মঙ্গলবার রাজ্য নেতৃত্বের প্রস্তাবিত এই অঞ্চলে আঁচল কর্মসূচি আয়োজিত হয়। এলাকার মহিলা সদস্যাদের নিয়ে সাংগঠনিক বৈঠক আয়োজিত হয় এদিন। উপস্থিত ছিলেন জয়পুর ব্লক তৃণমূলের মহিলা সভানেত্রী তথা পুরুলিয়া জেলা পরিষদের ককর্মাধ্যক্ষ নীলাঞ্জনা পট্টনায়ক চ্যাটার্জি সহ সকল মহিলা নেতৃত্ব, জয়পুর ব্লক তৃণমূল সভাপতি রাজাবাবু আনসারি, জয়পুর পঞ্চায়েত সমিতির সভাপতি ঋষিপদ গোপ, জয়পুর অঞ্চল তৃণমূল সভাপতি প্রণব চৌধুরী, জয়পুর ব্লক তৃণমূল যুব সভাপতি তথা জেলা পরিষদ সদস্য অর্জুন মাহাতো, তৃণমূল যুব নেতা দিব্যাজ্যোতি সিংহ দেও প্রমুখ।

নীলাঞ্জনা পট্টনায়ক চ্যাটার্জি বলেন, ” ছাব্বিশের নির্বাচনে তৃণমূল সরে গেলে ভেঙে যাবে মহিলাদের মেরুদণ্ড। সুতরাং নেত্রীর হাত শক্ত করতে নিজেদের স্বার্থেই এগিয়ে আসতে হবে মহিলাদের।”
Post Comment