দেবীলাল মাহাত, আড়শা:
জেলায় জেলায় ভুতুড়ে ভোটারের খোঁজ জারি রেখেছে তৃণমূল। ভোটার তালিকায় ভুল ত্রুটি নির্ণয় করে ভুতুড়ে ভোটার ধরতে তৃণমূলের প্রশিক্ষণ শিবির আয়োজিত হল আড়শায়। রবিবার আড়শা ব্লকের পুয়াড়া অঞ্চল তৃণমুলের বুথ লেভেল এজেন্ট কর্মীদের নিয়ে প্রশিক্ষণ শিবির আয়োজিত হয় কান্টাডি তৃণমূল অঞ্চল কার্যালয়ে । শিবিরে উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের সহ সভাপতি তথা তৃণমূলের জেলা বুথ লেভেল এজেন্ট সুপারভাইজার সুষেণ মাঝি সহ সমস্ত নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ।
Post Comment