দেবীলাল মাহাত, আড়শা:
ঔষধের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নামল তৃণমূল কংগ্রেস। শনিবার আড়শা ব্লকের মিশিরডি মোড়ে মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নামে আড়শা ব্লক তৃণমূল কংগ্রেস। হয় বিক্ষোভ মিছিল ও পথসভা। বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার জনসাধারণকে বিপদে ফেলে যেভাবে প্রায় ৯৯০টি গুরুত্বপূর্ণ ও নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম বাড়িয়েছে, তার প্রতিবাদে এদিন বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছিল আড়শা ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে। তৃণমূল শ্রমিক সংগঠনের আই এন টিটি ইউ সি জেলা সভাপতি উজ্জ্বল কুমার জানান, “যে ভাবে বিজেপি সরকার ঔষধের দাম বাড়িয়েছে,তাতে মানুষের মন ভালো নেই। তারই প্রতিবাদে রাস্তায় নেমেছি। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি সুষেণ মাঝি, তৃণমূলের শ্রমিক সংগঠন আই এন টি টি ইউ সি -র জেলা সভাপতি উজ্জ্বল কুমার, আড়শা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিদ্যাধর মাহাতো,আড়শা পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বরূপ মাঝি , আড়শা ব্লক তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি সাহিল আনসারী সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব।
Post Comment