insta logo
Loading ...
×

আঁচলে বাংলা রক্ষা! কর্মসূচি তৃণমূলের

আঁচলে বাংলা রক্ষা! কর্মসূচি তৃণমূলের

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

‘মায়ের আঁচল যেমন বিপদ আপদ থেকে আড়াল করে সন্তানকে, ঠিক তেমনই বাংলাকে বিপদের হাত থেকে রক্ষা করবে মায়েদের আঁচল।’ এই ভাবনাকে মাথায় রেখে পুরুলিয়া ১ নং ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ছাব্বিশের নির্বাচনের আগে দলের মহিলাদের শক্তিবৃদ্ধি করতে আয়োজিত হয় ‘অঞ্চলে আঁচল’ কর্মসূচি।

পুরুলিয়া ১ নং ব্লকের ভান্ডারপুয়াড়া-চিপিদা অঞ্চলের পাটাতিরী গ্ৰামের মহিলা কর্মীদের নিয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হলো। উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো, মহিলা নেত্রী নিয়তি মাহাতো প্রমুখ।

Post Comment