insta logo
Loading ...
×

ভুয়ো নথি, জমি বিক্রিতে জাল নথি, অভিযুক্ত তৃণমূল

ভুয়ো নথি, জমি বিক্রিতে জাল নথি, অভিযুক্ত তৃণমূল

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

ভুয়ো নথি দেখিয়ে জমি বিক্রির চেষ্টা করছেন তৃণমূল নেতা। এমন মারাত্মক অভিযোগ উঠল তৃণমূলের এক পঞ্চায়েত সমিতির সদস্যের বিরুদ্ধে। বিষয়টি বুঝতে পেরে অগ্রিম দেওয়া টাকা ফেরৎ চান ক্রেতা। অভিযোগ, সেই টাকা ফেরত না দিয়ে পালটা ক্রেতাকেই হুমকি দিচ্ছেন তৃণমূল নেতা। অভিযুক্ত তৃণমূল নেতা সহ দুজনের বিরুদ্ধে পুরুলিয়া সদর থানার লিখিত অভিযোগ দায়ের করলেন এক মহিলা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুরুলিয়া শহরের দেশবন্ধু রোডে একটি বড় জমি প্লট করে বিক্রির কাজ শুরু করেন ঝালদার কাঁটাডি গ্রামের বাসিন্দা শেখ সুলেমান। তিনি ঝালদা ১ নং পঞ্চায়েত সমিতির তৃণমূলের টিকিটে জেতা নির্বাচিত সদস্য। অন্যদিকে তিনি জেলা সংখ্যালঘু সেলের সহ সভাপতিও।

পুরুলিয়া শহরের ১৮ নম্বর ওয়ার্ডের গাড়িখানা এলাকার বাসিন্দা চুমকি পাল পুলিশকে তাঁর অভিযোগে জানিয়েছেন, এক প্রতিবেশী রাহুল গড়াইয়ের মাধ্যমে শেখ সুলেমানের সাথে তাদের যোগাযোগ। এর পর দেশবন্ধু রোডে তারা একটি ৩ কাঠা জমি কেনার সিদ্ধান্ত নেন। ২০২৪ দলের ৩০ সেপ্টেম্বর ওই জমিটি কেনার জন্য দু তরফে একটি চুক্তিপত্র হয়। ওই দিনই ব্যাংকের মাধ্যমে শেখ সুলেমানকে অগ্রিম হিসেবে দশ লাখ টাকা দেওয়া হয় বলে দাবি করেন ওই মহিলা। পরে ওই মহিলার পরিবার বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে জানতে পারে যে ওই জমিটি আদৌ শেখ সুলেমানের নয়। ভুয়ো নথি দেখিয়ে সেটি বিক্রির চেষ্টা হয়েছে। ফলে তিনি জমিটি নিতে রাজি হননি। এর পর বিক্রেতার সঙ্গে কথা বলে অগ্রিম হিসেবে দেওয়া দশ লাখ টাকা তিনি ফেরৎ চান। মহিলার দাবি সুলেমান তাকে একটি দশ লাখ টাকার চেক দেন এবং ২৭ মার্চ পর্যন্ত অপেক্ষা করতে বলেন। অভিযোগ ২৭ মার্চ পেরিয়ে যাওয়ার পর তারা আরো ৬ মাস সময় চান। পাশাপশি ওই মহিলাকে প্রাণের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। যদিও সুলেমানের দাবি,” আমাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। ওই জমি আমার নামে রেকর্ড ভুক্ত। আমি তাদের জমিটি বিক্রি করতে প্রস্তুত আছি। এগ্রিমেন্টের পূর্বে সমস্ত নথি দেখে তারা জমিটি ক্রয় করার কথা জানান। আচমকা রেজিস্ট্রির পূর্বে তারা মত পাল্টে টাকা ফেরত চাইছেন।”

পুলিশ জানিয়েছে অভিযোগের প্রেক্ষিতে একটি সুনির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Post Comment