নিজস্ব প্রতিনিধি, বলরামপুর : বিজয়ায় মিটে যায় যাবতীয় বৈরিতা আর এ তো ঘরের ব্যাপার। ১২ বিদ্রোহী পঞ্চায়েত সমিতির সদস্যদের সঙ্গে বৈঠক করে অভ্যন্তরীণ দ্বন্দ্ব মিটিয়ে নিতে চাইল বলরামপুর ব্লক তৃণমূল।
দুর্গোৎসবের ঠিক মুখে, বলরামপুর পঞ্চায়েত সমিতির ১২জন সদস্য পুরুলিয়া জেলাশাসক কার্যালয়ে পুরুলিয়া সদর এসডিওর কাছে গণ পদত্যাগপত্র জমা করেছিলেন। পদত্যাগী তালিকায় অন্যান্য সদস্য সহ ছিলেন বলরামপুর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি ভালোমনি সরেনও।
দুর্গোৎসব এবং লক্ষ্মী পূজো পেরোনোর পর আজ শনিবার বিকেলবেলা ওই ১২ জন পদত্যাগী সদস্য সহ বলরামপুর ব্লকের সাতটি অঞ্চলের সদস্যদের নিয়ে বলরামপুরের একটি বেসরকারি ধর্মশালায় সভার আয়োজন করে ব্লক তৃণমূল। বিকেল সাড়ে তিনটে থেকে সভা চলে দেড় ঘন্টা। বলরামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি ধনঞ্জয় মুর্মু জানিয়েছেন, “বলরামপুর ব্লকের সমস্ত অঞ্চল এবং বুথ সদস্যদের উপস্থিতিতে বলরামপুর পঞ্চায়েত সমিতির ১২ জন পদত্যাগী সদস্যদের কাছ থেকে তাদের পদত্যাগের কারণ জানতে চাওয়া হয়। শোনা হয়েছে তাদের অসন্তোষের কারণগুলিও।”আজকের এই সভা যে নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব মেটানোর জমায়েত তা স্বীকার করে নিয়েছেন তিনি। তিনি আশাবাদী আগামী দিনে এই ১২জন সহ পঞ্চায়েত সমিতির মোট ১৯ জন তৃণমূল সদস্য সদস্যা একসঙ্গে পারস্পরিক সামঞ্জস্য বজায় রেখে উন্নয়নের কাজ করবেন।
admin@puruliamirror.com
Add your Biographical Information. Edit your Profile now.
Post Comment