insta logo
Loading ...

আম্বেদকরকে ‘অপমান’, ধিক্কার মিছিলে তৃণমূল

আম্বেদকরকে ‘অপমান’, ধিক্কার মিছিলে তৃণমূল

বিশ্বজিৎ সিং সর্দার, অমরেশ দত্ত, সঞ্জয় চৌধুরী:

বলরামপুর, মানবাজার ও বরাবাজার : ভারতবর্ষের সংবিধানের প্রণেতা ড. বাবাসাহেব আম্বেদকরের প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ‘অপমানজনক কটুক্তি’ করেছেন। এমন অভিযোগ তুলে প্রতিবাদে জেলার প্রত্যেক ব্লকে ব্লকে চলছে বিক্ষোভ থেকে ধিক্কার মিছিল।

আজ সোমবার বাবাসাহেব আম্বেদকরকে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রম‍ন্ত্রী বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে মানভূম মহাবিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদ উদ্যোগে একটি প্রতিবাদ সভা আয়োজন করা হয়।এদিন প্রথমে ড. বি.আর. আম্বেদকরের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। কলেজের ছাত্র-ছাত্রীরা কলেজ গেটে জড়ো হয়ে প্রতিবাদ সভা শুরু করে। উপস্থিত ছিলেন মানবাজার ১নং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অপূর্ব সিংহ, তৃণমূলের ছাত্র নেতৃত্ব ও কলেজের ছাত্র-ছাত্রীরা।

পাশাপাশি সোমবার বিকেলে পুরুলিয়া জেলার বরাবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বরাবাজার শহরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে র‍্যালি বরাবাজার শহর পরিক্রমা করে। মিছিল শেষ হয় বরাবাজার বরাভূম পাবলিক লাইব্রেরির কাছে। সেখানে পথসভা আয়োজিত হয়। মিছিলের শ্লোগানে দাবি ওঠে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ । উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি সুদর্শন মাহাতো, জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সুমিতা সিং মল্ল, বরাবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি লম্বোদর মাহাতো, সহ সভাপতি উত্তম মিশ্র প্রমুখ।

সংবিধান প্রণেতা বাবাসাহেব আম্বেদকরের অপমান মানছি না, মানব না! এই শ্লোগান ওঠে পুরুলিয়া ১নং ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আয়োজিত ধিক্কার মিছিলে। ভাদসা মোড়ে আয়োজিত হয় মিছিলটি। উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো।

বলরামপুরে আয়োজিত তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জেলা পরিষদের মেন্টর অঘোর হেমব্রম, ব্লক তৃণমূল সভাপতি গৌতম মাহাতো প্রমুখ।

Post Comment