insta logo
Loading ...
×

মহাজোট গড়েও রোখা গেল না তৃণমূলকে

মহাজোট গড়েও রোখা গেল না তৃণমূলকে

নিজস্ব প্রতিনিধি , বাঘমুণ্ডি : মহাজোট গড়েও রোখা গেল না তৃণমূলকে। প্রবল প্রতিদ্বন্দ্বিতা সত্ত্বেও
প্রথমবারের মতো সুইসা সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের পরিচালন সমিতি দখল করে নিলো তৃণমূল। রবিবার ছিল সুইসা সমবায়ে পরিচালন সমিতির নির্বাচন। তৃণমূলকে রুখতে মহাজোট গড়েছিল বিজেপি, কংগ্রেস, সিপিআইএম ও ফরওয়ার্ড ব্লক। কিন্তু রোখা গেল না তৃণমূলকে। ৭০ টি আসনের মধ্যে ৪৭টি আসন দখল করে তৃণমূল কংগ্রেস। সবুজ আবিরে ঢেকে যাওয়া সুইসায় আসেন বাঘমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাতো। সুশান্ত বাবু বলেন, এই জয় প্রমাণ করল তৃণমূলের বিকল্প নেই বাঘমুন্ডিতে।

Post Comment