insta logo
Loading ...
×

অভিযোগ এলেই ব্যবস্থা, হুঁশিয়ারি তৃণমূলে

অভিযোগ এলেই ব্যবস্থা, হুঁশিয়ারি তৃণমূলে

নিজস্ব প্রতিনিধি, কাশীপুর: সাধু সাবধান! দলের অন্দরে কোন নেতার বিরুদ্ধে অভিযোগ উঠলে ব্যবস্থা নেবে তৃণমূল। হুঁশিয়ারি দিলেন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন বেলথরিয়া। মঙ্গলবার পুরুলিয়ার কাশিপুর তরুণ সংঘ লাইব্রেরী হলে আয়োজিত হলো তৃণমূলের বিজয়া সম্মেলনে এমন হুঁশিয়ারি দেন তিনি।

দুর্গাপুজো পেরোতেই দলের কর্মীদের মধ্যে সাংগঠনিক বন্ধন আরও জোরদার করতে মঙ্গলবার পুরুলিয়ার কাশিপুর তরুণ সংঘ লাইব্রেরী হলে আয়োজিত হয়েছিল তৃণমূলের বিজয়া সম্মেলন। এদিন সৌজন্যমূলক আলাপচারিতার মধ্যে দিয়ে এই অনুষ্ঠান শুরু হলেও আসন্ন বিধানসভা নির্বাচনের লক্ষ্যে দলের কর্মীদের উদ্দেশ্যে আরও বেশি করে জনসাধারণের কাজ করার বার্তা দিলেন পুরুলিয়া জেলা তৃণমূলের সভাপতি সৌমেন বেলথরিয়া। এদিন তিনি বলেন, ‘গত লোকসভা নির্বাচনে পুরুলিয়া লোকসভায় আমাদের ফল ভালো হয়নি তবে বিধানসভা নির্বাচনে যাতে ফলাফল ভালো হয় সেদিকে খেয়াল রাখতে হবে আপনাদেরই।’ দলের কর্মীদের কড়া বার্তা দিয়ে জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া এদিন বলেন, ‘দলের অন্দরের কারও বিরুদ্ধে যদি কখনও কোনো অভিযোগ ওঠে তার সত্যতা যাচাই করে দল তার বিরুদ্ধে পদক্ষেপ নেবে।’
অন্যদিকে রাজ্য তৃণমূল কংগ্রেস কমিটির সম্পাদক স্বপন কুমার বেলথরিয়া এদিন বলেন, ‘বিজেপির নেতারা ভোট এলেই মানুষের কাছে পৌঁছে যায় হাতজোড় করে আর ভোট পেরিয়ে গেলে মানুষকে ছুঁড়ে ফেলে দেয়। তাই আগামী বিধানসভা নির্বাচনে মানুষ আমাদের বেছে নেবেন এ আমার দৃঢ় বিশ্বাস।’
এদিনের এই সম্মেলনে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো, রাজ্য তৃণমূল কংগ্রেস কমিটির সম্পাদক স্বপন কুমার বেলথরিয়া, কাশিপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুদেব হেমব্রম, কাশিপুর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজিব মাহাতো সহ অন্যান্যরা।

Post Comment