insta logo
Loading ...

কোথাও শীতবস্ত্র বিতরণ, কোথাও হাসপাতালে ফল,মানুষের পাশে প্রতিষ্ঠা দিবসে শাসকদল

কোথাও শীতবস্ত্র বিতরণ, কোথাও হাসপাতালে ফল,মানুষের পাশে প্রতিষ্ঠা দিবসে শাসকদল

পুরুলিয়া মিরর ডিজিটাল ডেস্ক :

সাহেবই নববর্ষের দিনে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ২৮ তম বর্ষপূর্তি অনুষ্ঠান পালিত হলো জেলা জুড়ে। সহকর্মীদের নিয়ে পুঞ্চা দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করেন পুরুলিয়া জেলা পরিষদের সহ-সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়।উপস্থিত ছিলেন পুঞ্চা তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি অশোক কুমার মাহাতো, পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি কৃষ্ণচন্দ্র মাহাতো সহ অন্যান্য নেতাকর্মীরা। পুঞ্চা স্বাস্থ্যকেন্দ্রে রোগীদের ফল মিষ্টি বিতরণ করা হয় রাজ্যের শাসকদলের পক্ষ থেকে।

মানবাজার ১ নং ব্লকের জিতুজুড়ি অঞ্চলের কাদলাগোড়া গ্রামে পালিত হলো তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। এদিন দলীয় পতাকা উত্তোলন করেন রাজ্যের মন্ত্রী সন্ধ্যারানি টুডু।উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের বরিষ্ঠ সহ সভাপতি গুরুপদ টুডু সহ অন্যান্য নেতা কর্মীরা।

হাসপাতালে ভর্তি থাকা প্রত্যেক রোগীর মুখে হাসি ফোটাতে অভিনব উদ্যোগ নিলেন শাসকদলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি- র পুরুলিয়া জেলা সভাপতি উজ্জ্বল কুমার। দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আড়শা ব্লকের সিরকাবাদ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি থাকা ৪০ জন রোগীর হাতে ফল ও কম্বল তুলে দিলেন তিনি। সঙ্গে ছিলেন আড়ষা পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বরূপ মাঝি ও স্থানীয় নেতাকর্মীরা।

মানবাজার হাসপাতাল মোড়ে মানবাজার অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে উদযাপিত হল দিনটি। উপস্থিত ছিলেন মানবাজার ১নং ব্লক তৃনমুল কংগ্রেস সভাপতি অপূর্ব সিংহ, মানবাজার অঞ্চল সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী সহ অন্যান্য নেতা কর্মীরা।

মানবাজার ১ নং ব্লকের বিশরি অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্যালয়ের সামনে দলীয় পতাকা উত্তোলন করেন মানবাজার ১ নং পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি দিলীপ পাত্র। উপস্থিত প্রত্যেককে মিষ্টিমুখ করিয়ে প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়। পাশাপাশি এদিন ১০০ জন দুঃস্থ শীতার্তদের কম্বল বিতরণ করা হয়।

এবিষয়ে মানবাজার ১ নং পঞ্চায়েত সমিতির সহকারি সভাপতি দিলীপ পাত্র বলেন, “প্রতিষ্ঠা দিবসে অসহায় দুঃখীদের মুখে হাসি ফোটাতে পারা এক ভিন্ন অনুভূতি। সাধারণ মানুষের কল্যাণ আমাদের লক্ষ্য।” উপস্থিত ছিলেন বিশরি গ্ৰাম পঞ্চায়েত প্রধান সজ্জিতা বেশরা, অঞ্চল সভাপতি নেপুর বাউরী সহ অন্যান্য নেতাকর্মীরা।

পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো বলেন, জেলা কার্যালয়ের অনুষ্ঠান ছাড়াও পুরুলিয়া ১ নং ব্লকের চাকোলতোড় ও ভাণ্ডারপুয়াড়া- চিপিদা অঞ্চলে দলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। আরও বেশ কয়েকটি অনুষ্ঠানে যাওয়ার কথা থাকলেও শারীরিক অসুস্থতায় যেতে পারিনি।

তৃণমূল কংগ্রেসের পুরুলিয়া জেলা চেয়ারম্যান হংসেশ্বর মাহাতো বলেন, মানবাজার ২ নং ব্লকের বারি জাগদা অঞ্চলে দলীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। তিনি বলেন, “এ দিনে আমাদের শপথ নিতে হবে যাতে নেত্রীর আদর্শে অনুপ্রাণিত হয়ে মানুষের জন্য কাজ করে যাওয়া যায়।”

Post Comment