নিজস্ব প্রতিনিধি, ঝালদা: ফের বদলি হলেন ঝালদা থানার আধিকারিক। শনিবার এই মর্মে রাজ্যে পুলিশের এডিজি (আইন-শৃঙ্খলার) তরফে একটি নির্দেশনামা জারি হয়। ওই নির্দেশে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সে থাকা পার্থসারথী ঘোষকে ঝালদা থানার ইস্পেক্টর ইনচার্জ হিসেবে আপাতত দায়িত্ব নিতে বলা হয়েছে। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় মাস খানেক আগে ঝালদা থানার আইসি শিব শঙ্কর সিং কে লাইনে ক্লোজ করা হয়েছিল। ফলে ঝালদা থানার দায়িত্ব সামলাচ্ছিলেন বলরামপুর সার্কেল ইন্সপেক্টর বাপ্পা মিত্র।
Post Comment