নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া
জেলা পুলিশের ৪ মহিলা আধিকারিককে বদলি করা হলো। বৃহস্পতিবার এই মর্মে পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দোপাধ্যায় একটি আদেশ জারি করেন। জেলা পুলিশ কার্যালয় সূত্রে জানা গিয়েছে, পুরুলিয়া সদরে থাকা সাব ইন্সপেক্টর ইতি নিয়োগীকে জয়পুর থানায় বদলি করা হয়েছে। বলরামপুর থানায় কর্মরত এসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর কবিতা মুর্মকে পাঠানো হয়েছে হুড়া থানায়। অন্যদিকে পুরুলিয়া লাইন ওয়ার থেকে এসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অর্চনা রায় ও ফরহাত জাহান খাতুন কে যথাক্রমে বলরামপুর ও পুরুলিয়া সদর থানায় পাঠানো হয়েছে। জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন এটি রুটিন বদলি।











Post Comment