insta logo
Loading ...
×

কীভাবে নিভবে বনের আগুন, প্রশিক্ষণ

কীভাবে নিভবে বনের আগুন, প্রশিক্ষণ

সঞ্জয় চৌধুরী , বরাবাজার :

বন্যপ্রাণ রক্ষা করতে বনাঞ্চল বাঁচাতে হবে। বনাঞ্চল বাঁচাতে বিশেষ সচেতনতার উদ্যোগ নিল বনদপ্তর। শুক্রবার সচেতনতার প্রচার করতে একটি শিবিরের আয়োজন করা হয় পুরুলিয়ার বরাবাজারে। কংসাবতী দক্ষিণ বন বিভাগের বরাবাজার রেঞ্জ ও ওয়েস্ট বেঙ্গল হিউম্যান ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে বরাবাজার বন দফতরের হলে শিবিরটি আয়োজিত হয়। এদিন মক ড্রিলের মাধ্যমে বনকর্মীদের দেওয়া হয় প্রশিক্ষণ। এই শিবিরে বন দপ্তরের পাশাপাশি উপস্থিত ছিল দমকল, মানবাজার মহকুমা প্রশাসন ও পুলিশ প্রশাসন। হঠাৎ জঙ্গলের মধ্যে আগুন লেগে গেলে কী পদক্ষেপ নিতে হবে সে বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয় বন কর্মীদের।

ডিএলএসএ সেক্রেটারি সুলতান মোহাম্মদ বলেন‌, “বিপদ কখনো বলে কয়ে আসে না। যেকোনো সময় বিপদ আসতে পারে। ‌ তাই এই ধরনের সচেতনতা মূলক অনুষ্ঠান খুবই প্রয়োজনীয়।”

হিউম্যান ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সেক্রেটারি
স্বপ্না বরাট বলেন , “জনগণের সম্পদ জঙ্গল। তাই এই জঙ্গলকে বাঁচাতে হবে। সকলকে এগিয়ে আসতে হবে।”

কংসাবতী দক্ষিণ বনবিভাগের ডি এফ ও পূরবী মাহাতো বলেন , “এই সচেতনতা শিবিরে বনকর্মীদের আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ কৌশল শেখানো হয়েছে যাতে বনে আগুন লাগলে দ্রুত নিয়ন্ত্রণ করতে পারেন তারা। সকলে মিলে যাতে পরিস্থিতির মোকাবিলা করতে পারেন তার জন্যই এই শিবিরের আয়োজন।”

এইদিনের সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন ডিএলএসএ জজ সুলতান মোহম্মদ, কংসাবতী দক্ষিণ বিভাগের ডিএফও পূরবী মাহাতো, এডিএফও কৌস্তব শাশারু , হিউম্যান ওয়েলফেয়ার অরগানাইজেশনের সেক্রেটারি স্বপ্না বরাট, পুরুলিয়া দমকল বিভাগের সাব ইন্সপেক্টর অভিজিৎ কুমার বেরা সহ বন বিভাগের আধিকারিক ও কর্মীরা।

Post Comment