নিজস্ব প্রতিনিধি, মানবাজার :
পরিবেশবান্ধব পাটশিল্পকে হাতিয়ার করে গ্রামীণ মহিলাদের আত্মনির্ভর করার লক্ষ্যে মানবাজার ১ নং ব্লকের গোপালনগরে অনুষ্ঠিত হল দশ দিন ব্যাপী পাটজাত হস্তশিল্প প্রশিক্ষণ শিবির। আইজার–ক্রাইজেফের উদ্যোগে ও গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের সহযোগিতায় গোপালনগর নিউ প্রতিভা মহিলা সঙ্ঘের কার্যালয়ে আয়োজিত এই শিবিরে প্রথম পর্যায়ে ২৫ জন তপসিলি জাতিভুক্ত মহিলাকে প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষণ শিবিরে পাট দিয়ে দুর্গা, কালী ও গণেশ মূর্তি, বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য , ফুলদানি সহ নান্দনিক ও বাজারযোগ্য নানা সামগ্রী তৈরি শেখানো হয়। উদ্যোক্তাদের মতে, এই শিল্পচর্চা ভবিষ্যতে মহিলাদের স্থায়ী আয়ের পথ খুলে দেবে।
শিবিরে উপস্থিত থেকে মানবাজার–১ নং ব্লকের বিডিও দেবাশীষ ধর জানান, “এই প্রশিক্ষণের মাধ্যমে মহিলারা যাতে নিজেদের পায়ে দাঁড়াতে পারেন, তার জন্য প্রশাসনের তরফে সব রকমের সহায়তা করা হবে।”
সংস্থার ডিরেক্টর ড. গৌরাঙ্গ কর জানান, ‘আগামী দিনে জবলাতে একটি স্কিল ডেভেলপমেন্ট সেন্টার গড়ে তোলা হবে। পাশাপাশি মানবাজার–১ নং ব্লককে প্লাস্টিকমুক্ত করতে মহিলাদের জুট ব্যাগ তৈরির প্রশিক্ষণ দিয়ে সেই ব্যাগ বাজারে সরবরাহ করার পরিকল্পনাও নেওয়া হয়েছে।”
জাতীয় শিক্ষক অমিতাভ মিশ্র বলেন,
“প্রশিক্ষণই শেষ কথা নয়। এই মহিলাদের হাতে তৈরি পণ্য যাতে সঠিক বাজার পায়, তার জন্য বিপণন থেকে শুরু করে সংযোগ তৈরির ক্ষেত্রেও সর্বাত্মক সহযোগিতা করা হবে। তবেই প্রকৃত অর্থে আত্মনির্ভরতা সম্ভব।”
প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থী মামণি বাউরী, সুলোচনা সহিস ও লক্ষ্মী রজক জানান, এই কাজের মাধ্যমে সংসারে আর্থিক স্বচ্ছলতার পাশাপাশি নিজেদের আত্মসম্মানও বাড়বে বলে তারা আশাবাদী।
শিবিরের শেষ দিনে এক বিশেষ অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে শংসাপত্র তুলে দেন বিশিষ্ট কৃষিবিজ্ঞানী ড. এস. সৎপথী, ড. রীতেশ সাহা, ড. মানিকলাল রায়, জেলা পরিষদের সদস্য কলেন্দ্রনাথ মান্ডি, পঞ্চায়েত সমিতির সভাপতি সবিতা মুদি, স্থানীয় উপপ্রধান গীতা মাহাতো, মহকুমা প্রেস ক্লাবের সম্পাদক সমীর দত্ত ও সঙ্ঘের সম্পাদক কল্পনা মাহাতো সহ অন্যান্য বিশিষ্টজনেরা।
অনুষ্ঠান শেষে অতিথিরা উৎপাদিত পণ্যসামগ্রীর প্রদর্শনী ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেন এবং প্রশিক্ষণপ্রাপ্ত মহিলাদের আগামী দিনের পথচলায় শুভেচ্ছা ও উৎসাহ জানান।











Post Comment