insta logo
Loading ...
×

মহিলা পুরোহিতের ট্রেনিং চলছে জোরকদমে

মহিলা পুরোহিতের ট্রেনিং চলছে জোরকদমে

বিশ্বজিৎ সিং সর্দার, পুরুলিয়া :

একুশ শতকে আক্ষরিক অর্থেই অর্ধেক আকাশ হয়ে উঠেছে নারী। কোন ক্ষেত্রেই পিছিয়ে নেই তারা। পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সমান তালে সব তারা কিছু করতে তৎপর। যাচ্ছেন মহাকাশে, চালাচ্ছেন রাজ্য। আর হ্যাঁ করছেন পৌরহিত্যও।
মহিলা পুরোহিত করেন সরস্বতী পূজা, জানেন কোথায়? দীর্ঘ ১৮ বছর ধরে পুরুলিয়ার নিস্তারিণী মহিলা মহাবিদ্যালয়ে সরস্বতী পূজার পৌরহিত্যর দায়িত্বে থাকে কলেজের ছাত্রীরা। ‌মহিলা পুরোহিতদের দ্বারা সরস্বতী পুজো সম্পন্ন হয় এখানে। যেমন তেমন ভাবে নাম কে ওয়াস্তে পুজো নয়, পৌরহিত্যের জন্য চলছে ট্রেনিং। যেখানে প্রাণপ্রতিষ্ঠা, চক্ষুদান, অধিবাস, ষোড়শ, যজ্ঞক্রিয়ার মতো সমস্ত বিষয়ে প্রশিক্ষণ নিচ্ছে ছাত্রীরা। ট্রেনিং দিচ্ছেন দীর্ঘদিন ধরে পৌরহিত্যে অভিজ্ঞ ধনঞ্জয় বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কলেজে ছাত্রীদের মধ্যে শেখার যথেষ্ট আগ্রহ। মাত্র কয়েক দিনে তারা দক্ষতার সঙ্গে এই পুজো শিখে উঠতে পারছে।‌ সমস্ত নিয়ম মেনেই তারা পুজো করে।

দেবীর হাতে দেবী পুজো। শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব রূপে ফুটে ওঠে নিস্তারিণী কলেজে প্রত্যেক সরস্বতী পূজোয়। প্রত্যেক বছর সরস্বতী পূজোর ঠিক একমাস আগে থেকে প্রশিক্ষণের মধ্য দিয়ে মহিলা পুরোহিত তৈরি হয় পুরুলিয়ার একমাত্র মহিলা মহাবিদ্যালয় নিস্তারিণী কলেজে।
প্রত্যেক বছরের মতো এ বছরেও রীতি মেনে এক মাস ধরে পেশাদার পুরোহিতের দ্বারা প্রশিক্ষণ গ্রহণ করেছে নিস্তারিণী কলেজের বিভিন্ন বিভাগের ছাত্রীরা।

২০০৭ সাল থেকে নিস্তারিণী কলেজের ছাত্রীরা সরস্বতী পুজো করে আসছে। এটাই এই কলেজের ট্রাডিশন। সিনিয়র ছাত্রীদের সঙ্গে জুনিয়রা মিলিত হয়ে এই প্রশিক্ষণ নেয়। জানালেন কলেজের অধ্যক্ষ ইন্দ্রানী দেব।

আগ্রহী ছাত্রীরা এগিয়ে আসে এই প্রশিক্ষণ নিতে। ‌এখন এইভাবেই কলেজে সরস্বতী পুজো হয়ে আসছে। ভীষণই নিষ্ঠার সঙ্গে এই প্রশিক্ষণে অংশগ্রহণ করে পুজোর দায়িত্ব নেয় এই কলেজের ছাত্রীরা। বললেন হোস্টেল সুপার মালবিকা রায় পরামানিক।
মেয়েরা কোন অংশে পিছিয়ে নেই। ‌তারা সবকিছুই করতে পারে। তাদের ভীষণই ভালো লাগছে এই পুজোর অংশ হতে পেরে। ‌মন্তব্য ছাত্রীদের।

পুরুলিয়া এই কলেজে বাগদেবীর আরাধনা করবে মেয়েরাই। এই ভাবনা এই মহাবিদ্যালয়ের সরস্বতী পুজোকে করেছে ব্যতিক্রমী। বলা যেতে পারে দেবীদের হাতে বিদ্যার দেবী মা সরস্বতী পূজিতা হবেন পুরুলিয়ার নিস্তারিণী কলেজে।

Post Comment