insta logo
Loading ...
×

নিয়ন্ত্রণ হারিয়ে তাঁবুতে ট্রেলার, মৃত ১, ক্ষতিপূরনের দাবিতে অবরোধ

নিয়ন্ত্রণ হারিয়ে তাঁবুতে ট্রেলার, মৃত ১, ক্ষতিপূরনের দাবিতে অবরোধ

নিয়ন্ত্রণ

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া

পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। জখম হয়েছেন আরেকজন। সোমবার সকালে এই দুর্ঘটনা ঘটে ধানবাদ-জামশেদপুর ৩২ নম্বর জাতীয় সড়কের প্রশস্তিকরনের স্থলে বেলগুমার অদূরে।
পুলিশ জানিয়েছে, মৃতের নাম সুমিত মাহাতো (৩০)। তার বাড়ি পুরুলিয়া শহরের ৬ নম্বর ওয়ার্ডের দুলমির মাহাতো পাড়ায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, জাতীয় সড়কের কাজের দেখভালের জন্য নৈশরক্ষী হিসাবে ওই দু’জন দায়িত্বে ছিলেন সেখানে। ভোরবেলা আচমকাই একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের তাবুতে ঢুকে পড়ে। ঘটনার পর মৃতদেহ ফেলে রেখে ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ দেখান মৃতের পরিবার ও এলাকার মানুষজন। পরে পুরুলিয়া পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমি ঘোষ ঘটনাস্থলে পৌঁছে আশ্বাস দেওয়ার পর অবরোধ উঠে যায়। পুলিশ জানিয়েছে, জখম যুবকের বাড়ি আড়শা থানা এলাকায়। ওই যুবককে পুরুলিয়া দেবেন মাহাতো সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় দুর্ঘটনার মামলা রুজু করা হয়েছে। ঘাতক লরিটিকে আটক করা হয়েছে। চালক পলাতক।

Post Comment