নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া
পুরুলিয়া শহরের রাস মেলা দেখে বাড়ি ফিরতে গিয়ে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক ব্যক্তি, আহত হলেন আরও একাধিক যাত্রী। ঘটনাটি ঘটেছে পুরুলিয়া মফস্বল থানার অন্তর্গত ছড়রা পেট্রোল পাম্পের কাছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে পুরুলিয়া শহরের রাস উৎসব দেখে বাড়ি ফিরছিলেন একদল যাত্রী। ফেরার পথে ছড়রা এলাকায় পেট্রোল পাম্পের অদূরে একটি দ্রুতগামী মোটরসাইকেল আচমকাই সামনে থেকে আসা যাত্রীবাহী অটোকে মুখোমুখি ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় অটো নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং যাত্রীরা রাস্তার ওপর ছিটকে পড়ে যান।
আহতদের মধ্যে গুরুতর জখম ছিলেন পুরুলিয়া মফস্বল থানার গোবরাডির চিন্তা বাউরি। তাকে পুরুলিয়া দেবেন মাহাতো মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা চিন্তা বাউরিকে মৃত বলে ঘোষণা করেন।











Post Comment