insta logo
Loading ...
×

গলায় তেঁতুল বীজ আটকে মর্মান্তিক পরিণতি জয়পুরে

গলায় তেঁতুল বীজ আটকে মর্মান্তিক পরিণতি জয়পুরে

নিজস্ব প্রতিনিধি, জয়পুর:

গলায় তেঁতুল বীজ আটকে মর্মান্তিক মৃত্যু হল বছর আড়াইয়ের এক শিশু কন্যার। বৃহস্পতিবার জয়পুর থানার পটমজুড়ি গ্রামের ঘটনা। পুলিশ জানায় , মৃত শিশু কন্যার নাম পরি গঁরাই।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই শিশু কন্যার বাবা রাঁচিতে কাজ করেন। তিন মাসের আরেক সদ্যোজাত সন্তানকে নিয়ে মা বাড়িতে ছিলেন। এদিন দুপুরে বাড়ির বাইরে খেলার সময় মুখে তেঁতুল নিয়েছিল। সেটি কোনো ভাবে গলায় আটকে পড়ে। বিষয়টি জানার পর তড়িঘড়ি তাকে উদ্ধার করে জয়পুর গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মর্মান্তিক এই মৃত্যুতে শোকের ছায়া নেমেছে পরিবারে। ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে জয়পুর থানার পুলিশ।

Post Comment