নিজস্ব প্রতিনিধি , বান্দোয়ান :
উনুনের সামনে রাখা গরম ভাতের মাড়ে পড়ে মৃত্যু দেড় বছরের এক শিশুর। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে বান্দোয়ান থানার ধবনি গ্রামে। মৃতের নাম শানু ওরাং।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন রাতে শানুদের ঘরের উনুনে ভাত বসানো হয়েছিল। পাশে একটি হাঁড়িতে রাখা ছিল গরম ভাতের মাড়। সেই সময় খেলার ছলে উনুনের কাছাকাছি চলে আসে শানু। অসাবধানতাবশত পা পিছলে পড়ে যায় হাঁড়ির মধ্যে। তাতে শরীরের একাধিক অংশে গুরুতর দগ্ধ হয় সে।
তড়িঘড়ি শিশুটিকে স্থানীয়রা উদ্ধার করে নিয়ে যান বান্দোয়ান ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। সেখান থেকে অবস্থার অবনতি হলে আনা হয় পুরুলিয়া সদর হাসপাতালে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। সেখানেই চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় শানুর।










Post Comment